সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে নিহত রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১০ আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ হাইকোর্টের জামিননামা জমা দিয়ে তিনি মুক্তি পান।
সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক ঢাকা পোস্টকে জানান, জামিননামা কারাগারে পৌঁছে যাচাই-বাছাই শেষে বিকেলে আকবরকে মুক্তি দেওয়া হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, এসআই আকবর হোসেন ভূঁইয়া ২০২০ সালের ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার হন এবং সেদিন থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। চলতি বছরের ২৫ মার্চ থেকে তিনি কারাগার-২-এ ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে নিয়ে গিয়ে তাকে নির্মম নির্যাতন করা হয়। পরের দিন গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয়।
রায়হানের স্ত্রী পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগে মামলা করেন। মহানগর পুলিশের অনুসন্ধান কমিটি তদন্তে নির্যাতনের সত্যতা পায় এবং ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আকবরকে গ্রেপ্তার করে।
২০২১ সালের ৫ মে পিবিআই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। প্রধান অভিযুক্ত হিসেবে এসআই আকবর হোসেন ভূঁইয়া আনা হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহী, কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয়, কোম্পানীগঞ্জের সাংবাদিক আবদুল্লাহ আল নোমান। মামলার তদন্ত ও বিচার এখনও চলছে।