রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িহাটে শ্বশুর-জামাতাকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। নিহত রূপলালের স্ত্রী মালতি রাণী ১০ আগস্ট তারাগঞ্জ থানায় এ মামলা করেন (মামলা নং-৪, তারিখ ১০/৮/২০২৫)।
পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে রোববার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—সয়ার ইউনিয়নের বালাপুর গ্রামের আলিফ উদ্দিনের ছেলে আক্তারুল ইসলাম, একই গ্রামের আজিজুলের ছেলে ইবাদত হোসেন, খান সাহেবপাড়ার আইয়ুব আলীর ছেলে মিজানুর রহমান এবং সয়ার ইউনিয়নের রফিকুল (পিতা অজ্ঞাত)।
উল্লেখ্য, ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বুড়িহাট বটতল এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে রূপলাল (৫০) ঘটনাস্থলেই নিহত হন এবং তার ভাগ্নে জামাই প্রদীপ (৪৮) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ১০ আগস্ট ভোরে প্রদীপও মারা যান।