অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। মাঠপর্যায়ে যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১০ আগস্ট) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, “এনসিপিসহ ১৬টি দলকে মাঠপর্যায়ে যাচাইয়ের তালিকায় রাখা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত হবে।”
এর আগে নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি। ঘাটতি পূরণের জন্য তাদের ১৫ দিনের সময় দেওয়া হয়। আবেদন আহ্বান শুরু হয় গত ২০ এপ্রিল, পরে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত রাখা হয়। ততদিনে ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।
নিবন্ধন প্রক্রিয়ায় আবেদন পাওয়ার পর প্রথমে প্রাথমিক বাছাই, পরে মাঠপর্যায়ে তদন্ত এবং দাবি-আপত্তি শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না।
২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু হয়। বর্তমান আইনে নিবন্ধনের জন্য কেন্দ্রীয় কার্যালয়, অন্তত এক-তৃতীয়াংশ জেলায় কার্যকর অফিস, ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় অফিস এবং প্রতিটি অফিসে ন্যূনতম ২০০ ভোটার থাকতে হয়। যদিও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন সম্প্রতি এসব শর্ত শিথিলের সুপারিশ করেছে, সংশোধন না হওয়ায় বিদ্যমান আইনই কার্যকর রয়েছে।
এ পর্যন্ত ইসিতে ৫৫টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০