জ্বালানি চোরাচালানের অভিযোগে ইরানের সামরিক বাহিনী তাদের আঞ্চলিক জলসীমা থেকে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে। এই ঘটনায় ট্যাঙ্কারে থাকা ১৭ জন নাবিককেও আটক করা হয়েছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করে।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা জানায়, উপসাগরের জলসীমায় অবৈধ জ্বালানি চোরাচালানের অভিযোগে ‘ফিনিক্স’ নামের একটি ট্যাঙ্কার আটক করা হয়েছে। ট্যাঙ্কারটি তৃতীয় দেশের পতাকা বহন করছিল এবং ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জব্দকৃত ট্যাঙ্কারে ২০ লাখ লিটারেরও বেশি চোরাই জ্বালানি ছিল এবং সেখানে থাকা ১৭ বিদেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ইরানে জ্বালানিতে সরকারি ভর্তুকির কারণে দেশের জ্বালানির দাম বিশ্বে অন্যতম ন্যূনতম। এই কারণেই দেশে নিয়মিত জ্বালানি চোরাচালানের ঘটনা ঘটে থাকে। ইরানি কর্তৃপক্ষ অবৈধ জ্বালানি পরিবহনকারী জাহাজ আটক করার ঘোষণা করে থাকে।
গত মাসেও ইরানের কর্তৃপক্ষ ওমান সাগরে জ্বালানি চোরাচালানে জড়িত সন্দেহে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওই ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ লিটার চোরাই জ্বালানি ছিল।