মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি সতর্ক করেছে, এই সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
সোমবার (১১ আগস্ট) ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। অ্যাসোসিয়েশনের সদস্যসচিব লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ বলেন, “মেজর সিনহা হত্যার রায় সুপ্রিম কোর্ট ঘোষণা করলেও কোর্ট এখনো রায়ের লিখিত কপি দেয়নি। এর ফলে ফাঁসি কার্যকরের তারিখ প্রকাশ করা হয়নি। এটি শুধু বিলম্ব নয়, এটি ন্যায়বিচারের অবমাননা, শহীদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন।”
তিনি প্রশ্ন তোলেন, “প্রদীপের মতো দাগি খুনির শাস্তি কার্যকরে এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? প্রশাসনিক বা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কি অপরাধীরা বিচার এড়িয়ে যেতে পারে?”
সংগঠনটির আহ্বায়ক লেফটেন্যান্ট কমোডর (অব.) মেহেদী হাসান অভিযোগ করে বলেন, “সরকার কেন এই রায় কার্যকর করছে না, তা আমাদের বোধগম্য নয়। মনে হচ্ছে, আন্তর্জাতিক চাপের কারণে সরকার গড়িমসি করছে। হাইকোর্ট রায়ের লিখিত কপি দিতে দুই মাস সময় নিচ্ছে—এটি দায়িত্বশীলতার উদাহরণ নয়।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর না হলে আমরা আরও কঠোর কর্মসূচি নেব।”
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মেজর (অব.) সিনহা হত্যার রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। চলতি বছরের ২ জুন হাইকোর্ট তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখে।