Wednesday, August 13, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষআ.লীগের গেরিলা প্রশিক্ষণ মামলায় মেজর সাদিকের স্ত্রী দায় স্বীকার

আ.লীগের গেরিলা প্রশিক্ষণ মামলায় মেজর সাদিকের স্ত্রী দায় স্বীকার

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়েরকৃত মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন জানান, সুমাইয়া স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন, যা আদালতে রেকর্ড করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
ভাটারা থানার প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত ওই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীসহ ৩০০ থেকে ৪০০ জন অংশগ্রহণ করেন। তারা সরকারবিরোধী স্লোগান দেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরে সারা দেশ থেকে লোকজন ঢাকায় এসে শাহবাগ মোড় দখল করবে। এ কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরির মাধ্যমে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার চেষ্টা করা হবে।
এই ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments