যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি সুপারশপের বাইরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরের পার্কিং লটে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
অস্টিন পুলিশপ্রধান লিসা ডেভিস জানান, হামলাকারী ত্রিশোর্ধ্ব এক ব্যক্তি, যার মানসিক সমস্যার ইতিহাস রয়েছে। হামলার পর নিহতদের মধ্যে একজনের গাড়ি ছিনিয়ে নিয়ে পালান তিনি। তবে কিছু দূর যাওয়ার পর গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এরপর নিকটবর্তী একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে দক্ষিণ অস্টিনে পালিয়ে যান।
পরে এক প্রত্যক্ষদর্শীর ফোনকলের সূত্র ধরে পুলিশ তাকে পায়ে হেঁটে পালানোর সময় আটক করে।
জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে তিনজন ভুক্তভোগীকে শনাক্ত করে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এখনো হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।