Tuesday, August 12, 2025
spot_imgspot_img
Homeধর্ম - ইসলামগোসলের সুন্নত পদ্ধতি: শরীর ও মন পবিত্র রাখার ইসলামী নিয়মাবলি

গোসলের সুন্নত পদ্ধতি: শরীর ও মন পবিত্র রাখার ইসলামী নিয়মাবলি


পবিত্রতা অর্জন এবং মনকে সতেজ রাখার জন্য মানুষ গোসল করে। ইসলামী দৃষ্টিতে গোসল কখনো ফরজ এবং কখনো সুন্নত। গোসল করার বিশেষ কিছু সুন্নত পদ্ধতি রয়েছে, যা এখানে তুলে ধরা হলো—

  • ফরজ গোসলের আগে ইস্তিঞ্জা অর্থাৎ পেশাব সাফ করা উচিত। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস, ১০২০)
  • গোসলের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পড়া উত্তম। (মুসনাদে আহমাদ, হাদিস, ১২৬৯৪)
  • প্রথমে দুই হাতের কব্জি আলাদা আলাদা ধুতে হবে। (বুখারি শরিফ, হাদিস, ২৪৮)
  • শরীর বা কাপড়ে কোনো নাপাক স্থান থাকলে, আগে তিনবার ধুয়ে তা পরিষ্কার করা প্রয়োজন। (মুসলিম শরিফ, হাদিস, ৩২১)
  • গুপ্তাঙ্গ ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং এরপর উভয় হাত পরিস্কারভাবে ধুতে হবে, নাপাক থাকুক বা না থাকুক। (বুখারি শরিফ, হাদিস, ২৪৯)
  • সুন্নত অনুসারে পূর্ণ অজু করা উচিত। গোসলের স্থান যদি পানিতে ভরে থাকে, তাহলে গোসল শেষে পা ধুয়ে নিতে হবে। (বুখারি, হাদিস, ২৬০)
  • প্রথমে মাথার ওপর পানি ঢালতে হবে। (বুখারি শরিফ, হাদিস, ২৫৬)
  • এরপর ডান কাঁধে পানি ঢালতে হবে। (বুখারি শরিফ, হাদিস, ২৫৪)
  • তারপরে বাম কাঁধে পানি ঢালতে হবে। (বুখারি শরিফ, হাদিস, ২৫৪)
  • এরপর শরীরের বাকি অংশগুলো সম্পূর্ণ ভিজিয়ে নিতে হবে। (বুখারি শরিফ, হাদিস, ২৭৪)
  • গোসলের সময় শরীরের প্রতিটি অংশে তিনবার পানি পৌঁছানো উচিত, যেন এমন না থাকে যে কোনো পশমের গোড়াও শুকনো থাকে। (আবু দাউদ, হাদিস, ৪৯; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস, ৮১৩)
  • নদী, পুকুর বা পুলে গোসল করলে কয়েক মুহূর্ত ডুব দিয়ে থাকলেই তিনবার পানি ঢালার সুন্নত পূরণ হবে। (আবু দাউদ, হাদিস, ২৪৯; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস, ৮১৩)
  • গোসলের শেষে শরীর হাত দিয়ে ভালোভাবে ঘষে-মেজে পরিষ্কার করতে হবে। (তিরমিজি, হাদিস, ১০৬)

এসব নিয়ম অনুসরণ করলে গোসল হয়ে উঠবে শরীর ও মন উভয়ের জন্য পবিত্র ও সতেজকরণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments