জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে দেশের ১২ জন সফল আত্মকর্মী এবং ৪ জন যুব সংগঠকসহ মোট ১৬ জনকে দেওয়া হয়েছে জাতীয় যুব পুরস্কার। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, সমতা, নাগরিক মর্যাদা, ন্যায়বিচার, গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মই হবে প্রধান চালিকা শক্তি। সেই লক্ষ্য অর্জনে প্রযুক্তি হবে মূল ভরসা।
উপদেষ্টা জানান, সেমিকন্ডাক্টর শিল্প উন্নয়ন, ইন্টারনেট ব্যয় হ্রাস, আধুনিক আইসিটি অবকাঠামো নির্মাণ, স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তি খাতে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। সম্প্রতি ই-স্পোর্টসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এ খাতের বিকাশে প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নের কাজ চলছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ৬৩ শতাংশ মানুষ ৩৫ বছরের নিচে—যা দেশের সবচেয়ে বড় সম্পদ। এই বাস্তবতা বিবেচনায় সরকার প্রশিক্ষণ, ঋণ এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০২৫ সালের জুন পর্যন্ত সারা দেশে ৮৩টি ট্রেডে প্রায় ৭৪ লাখ তরুণ-তরুণী প্রশিক্ষণ পেয়েছে। পাশাপাশি, প্রায় ১১ লাখ যুবক-যুবতীকে ২ হাজার ৭০০ কোটিরও বেশি টাকা ঋণ দেওয়া হয়েছে।
এ ছাড়া, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের প্রশিক্ষণ, মোবাইল আইসিটি প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং, যানবাহন চালনা বিষয়ক প্রশিক্ষণসহ নানা প্রকল্প চালু রয়েছে। শিগগিরই জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্য প্রশিক্ষণভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প শুরু হবে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও শেখ মইনউদ্দিন, এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডা. গাজী সাইফুজ্জামান।