দেশের ৮৯ শতাংশ মানুষ একই ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার পক্ষে মত দিয়েছেন। ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) আয়োজিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। মে থেকে জুলাই পর্যন্ত সারাদেশে ৪০টি প্রশ্নে ১,৩৭৩ জনের মতামত এবং ১৫টি নাগরিক সংলাপের মাধ্যমে এ জরিপ পরিচালিত হয়।
জরিপে দেখা যায়, জাতীয় সংসদ ও সিনেট নিয়ে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা চান ৬৯ শতাংশ নাগরিক। উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আসন বণ্টনের পক্ষে মত দেন ৭১ শতাংশ অংশগ্রহণকারী। নারীদের জন্য নিম্নকক্ষে ১০০টি সংরক্ষিত আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন ৬৩ শতাংশ। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ চান ৮৬ শতাংশ মানুষ।
শাসনব্যবস্থায় পরিবর্তনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ শাসিত সরকার চান ৮৭ শতাংশ নাগরিক, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে ৮৮ শতাংশ এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে ৮৭ শতাংশ। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে মত দেন ৮৩ শতাংশ অংশগ্রহণকারী।
নির্বাচনী সংস্কারে ৮৭ শতাংশ মানুষ চান, নির্বাচনকালে নির্বাহী বিভাগের সিদ্ধান্ত নিতে হলে নির্বাচন কমিশনের অনুমতি বাধ্যতামূলক হোক। নির্বাচনী ব্যয় নিরীক্ষণের পক্ষে ৮৮ শতাংশ, সন্ত্রাসী ও দুর্নীতিগ্রস্তদের দলীয় সদস্যপদ অযোগ্য ঘোষণার পক্ষে ৯২ শতাংশ এবং প্রবাসী ভোটারদের নিবন্ধনের পক্ষে ৮৭ শতাংশ মানুষ মত দেন।
সরকারি প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণে ৮৮ শতাংশ নাগরিক বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন চান। স্থানীয় সরকার কমিশন গঠনের পক্ষে মত দেন ৯০ শতাংশ অংশগ্রহণকারী।
সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ অনেকে উপস্থিত ছিলেন।