Tuesday, August 12, 2025
spot_imgspot_img
Homeজাতীয়প্রাথমিকের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে ৪ কোটি বই কিনতে ২০১ কোটি টাকার অনুমোদন

প্রাথমিকের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে ৪ কোটি বই কিনতে ২০১ কোটি টাকার অনুমোদন


আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি নতুন পাঠ্যপুস্তক সংগ্রহে অনুমোদন দিয়েছে সরকার। বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে মোট ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের পাঠ্যপুস্তক ক্রয়ে অনুমোদন মিলেছে। এতে মোট ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি বই অন্তর্ভুক্ত।

এছাড়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ যুক্তরাষ্ট্র থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ খাতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকেও একাধিক প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংক অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’-এর কিছু অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments