মালয়েশিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ব্যবসাবান্ধব করে তোলার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। অতীতে প্রত্যাশিত হারে ব্যবসা না এগোলেও, নতুন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার জন্য বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তরুণ ও সৃষ্টিশীল জনশক্তির প্রাচুর্য এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। প্রবাসী তরুণদের প্রতিভা ও দেশের প্রতি তাদের ভালোবাসা কাজে লাগানো যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের প্রতিযোগিতামূলক বিনিয়োগ সুবিধা এবং শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণে সরকারের সাম্প্রতিক পদক্ষেপ তুলে ধরেন।
রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক শেয়ারহোল্ডার ও আজিয়াটা গ্রুপের সিইও বিবেক সুদ বাংলাদেশে প্রতিষ্ঠানের ২৮ বছরের সফল যাত্রা ও প্রবৃদ্ধির গল্প শেয়ার করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোনাসের সভাপতি ও গ্রুপ সিইও টেংকু মুহাম্মদ তৌফিক, খাজানা ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জহির, পাম তেল কোম্পানি সিমে ডার্বি প্ল্যান্টেশনস, কুয়ালালামপুর কেপং বেরহাদ (কেএলকে), আইওআই কর্পোরেশন ও ফেলডা গ্লোবাল ভেঞ্চারসের (এফজিভি) শীর্ষ কর্মকর্তারা, প্রোটন হোল্ডিংস বেরহাদের চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং টপ গ্লোভ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান লিম উই চাই।