টি-টোয়েন্টি ফরম্যাট চালুর পর থেকেই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের বিস্তার ঘটেছে। শুধু টেস্ট খেলুড়ে দেশই নয়, অন্যান্য অনেক দেশও নিয়মিত এসব টুর্নামেন্ট আয়োজন করছে। সম্প্রতি বিবিসি ও ক্রিকভিজ যৌথভাবে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের তালিকা প্রকাশ করেছে, যেখানে মান, দর্শক আগ্রহ ও ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার মতো বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে।
প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দ্বিতীয় স্থানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এছাড়া বিগ ব্যাশ, আইএল টি-টোয়েন্টি, সিপিএল, দ্য হান্ড্রেড এবং এসএ টি-টোয়েন্টিও জায়গা করে নিয়েছে সেরা সাতে। তবে তালিকায় নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
২০১২ সালে যাত্রা শুরু করা বিপিএল একসময় আইপিএলের পরই ছিল আলোচনায়। এমনকি পিএসএল ও সিপিএলের আগেই শুরু হয় এই প্রতিযোগিতা। কিন্তু সময়ের সাথে সাথে এর মান কমেছে, যুক্ত হয়েছে ফিক্সিং কেলেঙ্কারির কলঙ্ক। আন্তর্জাতিক তারকাদের অনাগ্রহ, অনিয়মিত সময়সূচী, মানসম্মত সম্প্রচারের অভাব এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের স্বেচ্ছাচারিতার কারণে বিপিএল ক্রমেই পিছিয়ে পড়েছে।
২০২৩ সালে শুরু হওয়া আইএল টি-টোয়েন্টিও সেরা তালিকায় জায়গা করে নিয়েছে, যেখানে বিপিএলের স্থান হয়নি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিও বাদ পড়েছে এই তালিকা থেকে। বিবিসি ও ক্রিকভিজের জরিপে শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ, ম্যাচপ্রতি গড় রান, বাউন্ডারি সংখ্যা, বোলারদের উইকেট শিকার, দর্শক উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা—সবকিছুকেই বিবেচনায় নেয়া হয়েছে।