জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, মামলা দিয়ে আমাদের ভীতি সৃষ্টির চেষ্টা ফলপ্রসূ হবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আয়োজন করা জাতীয় যুব সম্মেলনে তিনি এই কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এসব মামলায় আমাদের ভয় দেখানো যাবে না।’
বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি করছে। আমরা বিশ্বাস করি, তারা বিএনপির সত্যিকারের প্রতিনিধিত্ব করেন না।’
এছাড়া, সাম্প্রতিক সময়ে সাবেক মার্কির রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি বৈঠকের মিথ্যা খবর প্রচারের জন্য চ্যানেল ওয়ানের গিয়াসউদ্দিন আল মামুনকে দায়ী করেন সারজিস আলম।