রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ কনস্টেবল বাবলু চন্দ্র রায় (৪০) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) ভোর ৬টার দিকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইফাত জানান, কনস্টেবল বাবলু চন্দ্র ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মামলায় সাক্ষী হিসেবে অংশগ্রহণের জন্য ভোরে বাসে ঢাকার সিএমএম কোর্টে যাচ্ছিলেন। যাত্রাবাড়ীর কুতুবদিয়া চেকপোস্টের সামনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী হঠাৎ তার উপর হামলা চালিয়ে বাম পা ও হাতে গুরুতর জখম করে। এরপর তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পুলিশ দ্রুত খবর পেয়ে আহতকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য গুরুতর আহত
RELATED ARTICLES