Wednesday, August 13, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকঅ্যাপলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে মামলা করবে ইলন মাস্কের এক্সএআই

অ্যাপলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে মামলা করবে ইলন মাস্কের এক্সএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই অ্যাপলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। একচেটিয়া ব্যবসাবিরোধী আইন ভঙ্গের অভিযোগ এনেছেন কোম্পানির মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে মাস্ক অভিযোগ করেন, “অ্যাপল এমন ব্যবস্থা নিয়েছে যাতে ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই অ্যাপ অ্যাপ স্টোরে এক নম্বরে উঠতে না পারে। এটি স্পষ্টতই একচেটিয়া ব্যবসার বিরোধী আইনের লঙ্ঘন।” তিনি আরও জানান, এ কারণে এক্সএআই দ্রুত আইনি পদক্ষেপ নেবে।

যদিও মাস্ক তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। বিষয়টি নিয়ে অ্যাপল, ওপেনএআই ও এক্সএআই কেউই এখনো কোনো মন্তব্য করেনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের ‘টপ ফ্রি অ্যাপস’ তালিকায় শীর্ষে রয়েছে চ্যাটজিপিটি। মাস্কের এআই অ্যাপ গ্রোক রয়েছে পঞ্চম স্থানে এবং গুগলের জেমিনাই রয়েছে ৫৭তম স্থানে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যমতে, গুগল প্লে স্টোরেও চ্যাটজিপিটি শীর্ষে রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, অ্যাপলের সঙ্গে ওপেনএআইয়ের অংশীদারির মাধ্যমে চ্যাটজিপিটি এখন আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইসে সরাসরি সংযুক্ত।

এর আগে আরেক পোস্টে মাস্ক অভিযোগ করেন, “এক্স বিশ্বের এক নম্বর সংবাদ অ্যাপ এবং গ্রোক সব অ্যাপের মধ্যে পঞ্চম স্থানে থাকা সত্ত্বেও কেন অ্যাপল এগুলোকে ‘মাস্ট হ্যাভ’ বিভাগে রাখছে না? রাজনীতি করছেন নাকি?”

অ্যাপ স্টোরে অ্যাপলের নিয়ন্ত্রণ ও র‌্যাংকিং নীতি নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে, তবে এবার মাস্কের অভিযোগে বিষয়টি নতুন মাত্রা পেল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments