ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার পর থেকেই ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এর উন্মাদনা তুঙ্গে। শুধু দর্শকরাই নন, মাঠের গ্যালারি থেকে ভিআইপি বক্স—সব জায়গাতেই দেখা মেলে বলিউড তারকাদের।
শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্তার মতো তারকারা ইতিমধ্যেই নিজেদের আইপিএল দল কিনে নিয়েছেন। ফলে বহুদিন ধরেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল— শাহরুখের মতো কি সালমান খানও কোনোদিন আইপিএল দলের মালিক হবেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হলে হাস্যরস মিশিয়ে সালমান বলেন, “আইপিএল দল কেনার মতো বয়স আর নেই আমার! এখন তো বুড়ো হয়ে গেছি।”
তিনি আরও জানান, ২০০৮ সালে তার কাছেও আইপিএল দল কেনার প্রস্তাব এসেছিল, কিন্তু তিনি রাজি হননি। সালমানের ভাষায়, “এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, বরং আমি নিজের মতো আনন্দেই আছি।” অর্থাৎ নিকট ভবিষ্যতে দল কেনার কোনো পরিকল্পনা নেই বলেই স্পষ্ট জানিয়ে দিলেন ভাইজান।