Wednesday, August 13, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিকিশোরগঞ্জে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

কিশোরগঞ্জে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নিকলী উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এই সংঘর্ষ ঘটে। আহতদের নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করছিলেন স্থানীয় ৬নং ওয়ার্ড বিএনপি নেতা গিয়াস উদ্দিনের সহযোগীরা। এ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের সঙ্গে বিরোধ চলছিল।

দুপুরে নতুন বাজার এলাকায় আজহারুল ইসলাম সোহেল ও বিএনপি নেতা গিয়াস উদ্দিনের লোকজন বল্লম, রামদা, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একাধিক ঘণ্টা ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments