কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলির ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত দুই জওয়ান নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সংঘটিত এই ঘটনায় ভারত দাবি করেছে, পাকিস্তান থেকে আসা অস্ত্রধারীদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনের অনুযায়ী, জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে ভারতীয় সেনারা পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (বিএটি) এবং সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে। হামলাটি ১৬ শিখ এলআই (৯ বিহার অ্যাডভান্স পার্টি) বাহিনীর দায়িত্বে থাকা এলাকায়, উরি থানার আওতাধীন টিক্কা পোস্টের কাছে সংঘটিত হয়।
ভারতীয় সেনা সূত্র জানায়, পাকিস্তানিরা অন্ধকারে ভারতীয় পোস্টে হামলার চেষ্টা করে, যার উত্তরে ভারতীয়রা পাল্টা গুলি চালায়। এই গোলাগুলিতে গুরুতর আহত হন হাবিলদার অঙ্কিত ও সিপাহী বানোথ অনিল কুমার, পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, ১১ আগস্টও বারামুল্লায় দায়িত্ব পালনকালে এক ভারতীয় সেনা নিহত হয়।
এই ঘটনা ঘটে এমন সময়ে, ভারতীয় বাহিনী সীমান্তে ‘অপারেশন আখাল’ পরিচালনা করছে। ১ আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের নবম দিনে ল্যান্স নায়েক প্রীতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং নিহত হন। অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী পাঁচজনকে হত্যা করে। অপারেশন আখাল মূলত লস্কর-ই-তৈয়্যবা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।