গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) দুপুরে জেলা শহর থেকে তাকে আটক করা হয় এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, গ্রেপ্তারের পর সুজনকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এ পর্যন্ত পাঁচটি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা করেছে, যেখানে আসামির সংখ্যা ১৫ হাজারেরও বেশি।