Wednesday, August 13, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদজাফলংয়ে পাথর উত্তোলন রোধে জেলা প্রশাসনের অভিযান, নৌকা ভাঙার ঘটনায় তিক্ততা

জাফলংয়ে পাথর উত্তোলন রোধে জেলা প্রশাসনের অভিযান, নৌকা ভাঙার ঘটনায় তিক্ততা


পাথর উত্তোলন বন্ধ করতে এবার জাফলংয়ে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানি দেব অভিযান পরিচালনা করেন। এ অভিযানে বিজিবি, আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানি দেব অভিযানের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। অভিযান চলাকালীন নদীর তীরে ভিরিয়ে রাখা বিভিন্ন নৌকা হ্যামার দিয়ে ভেঙে ফেলা হয়। এসময় নদীর পাড়জুড়ে নৌকার মাঝিরা জমায়েত হন।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব নৌকার মাধ্যমে অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলন করা হতো। তাই জেলা প্রশাসনের টিম এসব নৌকা ভেঙে ডুবিয়ে দিচ্ছে।

তবে নৌকা মালিকদের দাবি ভিন্ন। স্থানীয় মোশাররফ জানান, যারা পাথর উত্তোলন করে, তাদের পুলিশ কিছু বলতে পারে না, বরং তাদের কাছ থেকে টাকা-পয়সা নেয়। অথচ ঘাটে ভিরিয়ে রাখা নৌকাগুলো প্রশাসন ভেঙে দিয়েছে।

এক মাঝি বলেন, “আমি কিস্তিতে টাকা দিয়ে নৌকা বানাইছি। আমার নৌকাটা ভেঙে দিয়েছে। এখন কীভাবে চলব? সব দোষ গরিবদের উপর পড়ে, অথচ যারা পাথর ও বালু উত্তোলন করে, তাদের কোনো কিছু হয় না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments