Wednesday, August 13, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরনারায়ণগঞ্জে ৩০ মিনিটের ব্যবধানে উদ্ধার দুই মরদেহ, গৃহবধুর হত্যায় পলাতক সন্দেহ

নারায়ণগঞ্জে ৩০ মিনিটের ব্যবধানে উদ্ধার দুই মরদেহ, গৃহবধুর হত্যায় পলাতক সন্দেহ


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

মরদেহের মধ্যে একজন হলেন লাকি আক্তার (৩৫), শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী। অপর মরদেহটি অজ্ঞাত এক যুবকের, যার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে শিমরাইল মোড়ে লাকি আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, লাকি আক্তার গত ছয় মাস ধরে প্রতিবেশী নিরব নামের যুবকের বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে যাতায়াত করতেন। মঙ্গলবার রাতে তিনি নিরবের বাসায় যান এবং বুধবার সকালে সেখান থেকেই তার মরদেহ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে নিরব জড়িত।

সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, লাকির স্বামী রুবেল মিয়া। তবে লাকি দীর্ঘদিন ধরে নিরবের সঙ্গে বসবাস করছিলেন। নিরবের বাসা থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে।

এর আগে সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে ওঠে। পুলিশ তা উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি শাহিনূর আলম বলেন, পৃথক স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধুর হত্যার ঘটনায় নিরব পলাতক রয়েছে। ওই নারীর স্বামী ও পরিবারের সঙ্গে কথা হচ্ছে। ডিএনডি লেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় এখনও মেলেনি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments