একাদশ শ্রেণির এক ছাত্র ২০ নম্বরের পরীক্ষায় ১৮ নম্বর পাওয়ায় তার গণিত শিক্ষিকাকে মারধর করেছে। ঘটনার সূত্রপাত হয় ছাত্রটি শিক্ষিকাকে জিজ্ঞেস করার মাধ্যমে, কেন উত্তর সঠিক হলেও দুই নম্বর কম দেওয়া হয়েছে। শিক্ষিকা তাকে বলেন, যদিও উত্তর সঠিক, তবে তার প্রয়োজনীয় উন্নতি পর্যাপ্ত হয়নি, তাই দুই নম্বর কম দেওয়া হয়েছে। তিনি আরও জানান, একই পদ্ধতিতে অন্যান্য শিক্ষকরাও নম্বর দিয়েছেন।
এরপর ছাত্রটি অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শ্রেণিকক্ষে ফিরে আসে এবং শিক্ষিকাকে তার নম্বর বাড়াতে বলে। শিক্ষিকা রাজি না হলে ক্ষিপ্ত হয়ে সে একটি ডেস্কে লাথি মারে। কয়েক মিনিটের মধ্যে ছাত্রটি শিক্ষিকাকে মাফ চাইতে বললে, শিক্ষিকা তা মানেননি। এর পরে ১৭ বছর বয়সী ছাত্রটি তাকে লাথি, ঘুষি ও কিল দিয়ে মারধর করে।
ঘটনাটি শ্রেণিকক্ষে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। মারধরের ফলে শিক্ষিকার চোখে কালশিটে দাগ এবং মাথা ও শরীরের অন্যান্য অংশে আঘাত হয়েছে। হামলার শিকার শিক্ষিকা ছাত্রের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে গত ৫ আগস্ট, থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় প্রদেশ উথাই থানায়।