বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া পৃথক পাঁচ মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে ১৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
এদিন পাঁচ মামলার তদন্ত কর্মকর্তারা মোট ৪৪ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে শামসুদ্দোহা সুমন জানান, খায়রুল বাশারের বিরুদ্ধে বিদেশে পড়াশোনার সুযোগ দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া একটি মামলায় অভিযোগ আছে যে, তিনি সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে ভুক্তভোগীদের ওপর হামলা ও মারধর করেছেন। প্রতারণার টাকা কোথায় গেছে এবং আর কারা জড়িত— এসব খুঁজে বের করতে দীর্ঘ রিমান্ড প্রয়োজন।
উল্লেখ্য, গত ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডির একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ৬ আগস্ট একটি মামলায় তার তিন দিনের রিমান্ড হয়। সেই রিমান্ড শেষ হওয়ার পর আজ আবারও তাকে নতুন করে রিমান্ডে পাঠানো হলো।