ময়মনসিংহের ফুলপুরে জিম্মি করে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে আদায়কৃত ১ লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ফুলপুর থানার খারেরপাড় এলাকার মোখলেছুর রহমান (২৫), একই এলাকার মফিদুল ইসলাম (৫২), আলেপ হোসেন (২২), মোশারফ হোসেন (৩২) ও বাবুল মিয়া (২০)।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাদি জানান, গত সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ছনধরা ইউনিয়নের খারইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
ওসি জানান, খারইপাড় এলাকার একটি ফিসারিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মো. রেজাউল করিম এবং রাঙ্গামাটির লংগদুরের মো. সাকিব মিয়াকে জিম্মি করে মারধর করা হয়। পরে মোবাইল ফোনে কান্নার শব্দ শোনানো হয় এবং তাদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়।
পুলিশের অভিযানের পর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোখলেছুর রহমান স্বপন ও তার সহযোগী মফিদুল ইসলাম, আলেপ হোসেন, মোশারফ হোসেন এবং বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।