Wednesday, August 13, 2025
spot_imgspot_img
Homeজাতীয়রোহিঙ্গাদের বৈধ সিম প্রদানের পরিকল্পনা, পাইলট প্রকল্পে ১০ হাজার সিম বিতরণের প্রস্তুতি

রোহিঙ্গাদের বৈধ সিম প্রদানের পরিকল্পনা, পাইলট প্রকল্পে ১০ হাজার সিম বিতরণের প্রস্তুতি


বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের এখন পর্যন্ত বৈধভাবে সিম কেনার সুযোগ না থাকলেও অনেকে অবৈধভাবে বাংলাদেশি ও মিয়ানমারি অপারেটরের সিম ব্যবহার করছেন। নিরাপত্তা ঝুঁকির কারণে এ নিয়ে সরকারের উদ্বেগ বেড়েছে। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসেই মোবাইল অপারেটরদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। গত সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চার অপারেটরকে নিয়ে আলোচনা করে। পরিকল্পনা অনুযায়ী, ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা শিবির পরিদর্শনের আগে পাইলট প্রকল্প হিসেবে ১০ হাজার সিম বিতরণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রিত। এতদিন তাদের সিম ব্যবহারের অনুমতি ছিল না, তবে বাস্তবে দুই দেশের সিমই অবৈধভাবে ব্যবহার হচ্ছে। অভিযোগ আছে, শিবিরভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী স্থানীয় অপারেটরের সিম দিয়ে অপরাধমূলক কাজ করছে, আবার মিয়ানমারের সিমও একইভাবে ব্যবহার হচ্ছে।

২০২৩ সালে আগের সরকার রোহিঙ্গাদের টেলিটক সিম দেওয়ার উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি। এখন নতুন পরিকল্পনা অনুযায়ী, রোহিঙ্গাদের জন্য আলাদা নম্বর সিরিজ রাখা হবে এবং জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) কর্তৃক নিবন্ধিত ‘প্রোগ্রেস আইডি’ধারী ১৮ বছরের বেশি বয়সীদের সিম দেওয়া হবে। ইউএনএইচসিআর সরাসরি এই সিম বিতরণ করবে এবং ডেটাবেজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডেটা সেন্টারে সংরক্ষিত থাকবে। নভেম্বরের মধ্যে পুরো ডেটা হস্তান্তর শেষ করার পরিকল্পনা রয়েছে, তবে প্রথম ধাপের ১০ হাজার সিম দ্রুত বরাদ্দ দেওয়ার প্রস্তুতি চলছে।

অপারেটররা তিন ধরনের প্যাকেজ সরবরাহ করবে, যার খরচ বহন করবে ইউএনএইচসিআর বা সরকার। নতুন সিম চালুর পর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অবৈধভাবে নেওয়া পুরনো সিমগুলো বন্ধ করা হবে।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, সঠিকভাবে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন না হলে ক্যাম্পে সিম বিতরণ সম্ভব নয়।

গ্রামীণফোন এই উদ্যোগকে স্বাগত জানালেও রবি আজিয়াটার পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে সম্ভাব্য আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বাংলালিংক নিবন্ধন প্রক্রিয়া সহজ করার পরামর্শ দিয়েছে। প্রযুক্তি নীতিমালা বিশেষজ্ঞ আবু নাজম মো. তানভীর হোসেন রোহিঙ্গা শিবিরকে বিশেষায়িত এলাকা ঘোষণা করে মিয়ানমারের নেটওয়ার্ক বন্ধ ও পুরনো অবৈধ সিম জব্দের পরামর্শ দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments