Wednesday, August 13, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদলঘুচাপের প্রভাবে ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

লঘুচাপের প্রভাবে ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার অভ্যন্তরীণ ১০টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বন্ধ থাকা নৌরুটগুলোর মধ্যে রয়েছে— ইলিশা-লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, হাতিয়া-চরফ্যাশন, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজান্ডারসহ আরও কয়েকটি অভ্যন্তরীণ রুট।

তবে ভোলা সদরের খেয়াঘাট-ঢাকা, ইলিশা-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্রাফিক কর্মকর্তা জানান, সমুদ্র বন্দরে বর্তমানে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। এ কারণে বুধবার দুপুর ১টা থেকে ভোলার অভ্যন্তরীণ ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে, তবে অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments