ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে দৃশ্যমান সংস্কার নিশ্চিত করতে হবে। খুনি, জালেম ও টাকা পাচারকারীদের বিচারের পরেই নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া উচিত। সরকার নির্বাচনের ঘোষণা দিলেও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। রাস্তাঘাটে তাণ্ডব, সোহাগের মতো ছেলেকে পাথর মেরে হত্যার ঘটনা এবং সাংবাদিকদের নিরাপত্তাহীনতা দেখা যাচ্ছে।
মঙ্গলবার (১২ আগস্ট) মাগুরা শহরের নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একটি বড় দল গত বছরের ৫ আগস্টের পর চাঁদাবাজীর মাধ্যমে কোটি কোটি টাকা অর্জন করেছে এবং তা নির্বাচনের সময় ব্যবহার করে গুণ্ডা তৈরিতে কাজে লাগাতে পারে। এই কারণেই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। বর্তমানে প্রচলিত পদ্ধতিতে সরকার গঠন হয় মাত্র ৩০–৪০ শতাংশ ভোটে, ফলে ৬০–৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষিত থাকে। পিআর পদ্ধতিতে সব দলের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং কেউ স্বৈরাচার বা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার আমির মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকেরসহ আরও অনেকে।
সমাবেশ শেষে মাগুরা-১ আসনে নাজিরুল ইসলাম ও মাগুরা-২ আসনে মোস্তফা কামালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করেন আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।