রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বুধবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগকারী সম্মেলন ২০২৫–এর “বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট: বিকাশ ও সম্ভাবনা” শীর্ষক সেশনে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানটির আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
আমীর খসরু বলেন, নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ায় উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিতে আগ্রহী হয়েছেন। দেশীয় উদ্যোক্তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাচ্ছেন, যার প্রমাণ—জাপান থেকে বড় একটি প্রতিনিধি দল বিনিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য পুঁজিবাজারকে শক্তিশালী করা অপরিহার্য। ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো স্থায়ী সমাধান নয়; টেকসই সমাধান হলো বিনিয়োগ। এজন্য বিনিয়োগকারীদের পণ্যের ব্র্যান্ডিং, টেকনিক্যাল ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে হবে।
আমীর খসরুর মতে, বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে বিদেশি অংশীদারিত্ব অপরিহার্য। সামাজিক খাত ও অবকাঠামো উন্নয়নে সরকারি ব্যয়ের পাশাপাশি বিদেশি মূলধন প্রবাহ অর্থনীতিকে নতুন গতি দেবে। তাই ভবিষ্যতের বাংলাদেশের জন্য বিনিয়োগ ও পুঁজিবাজারকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া জরুরি।
সম্মেলনে বিভিন্ন দেশের বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল জানিয়েছে, এ ধরনের আয়োজন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিশ্বে তুলে ধরতে এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে সহায়ক হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. এম মাসরুর রিয়াজ। প্যানেল আলোচনায় অংশ নেন বিএসইসি কমিশনার মো. সাইফউদ্দিন, কনটেক্সচুয়াল ইনভেস্টমেন্ট এলএলসির ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসে এবং এশিয়া ফ্রন্টিয়ার ইনভেস্টমেন্টস লিমিটেডের ফান্ড ম্যানেজার রুচির দেশাই। আলোচনা পরিচালনা করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।
Ask ChatGPT