জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এ কর্মসূচিতে কয়েকশ শিক্ষক অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবির মধ্যে রয়েছে—শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা প্রদান। এ দাবিগুলো আদায়ে সারাদেশ থেকে শিক্ষকরা ঢাকায় এসে সমবেত হয়েছেন। মহাসমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন তারা।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাব এলাকা ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৩ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, ডিএমপি সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা সকলের অধিকার হলেও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কার্যক্রম বরদাশ্ত করা হবে না।