সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের অভিযানে পূর্ব ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেনকে বৃহস্পতিবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে বালু ও পাথর চুরির একটি মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র জানান, ডিবি তাকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে। গত বছরের ৫ আগস্টের পর সাদা পাথর লুটপাটের অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা তার নৌকা আটক করে সতর্ক করলেও এরপর থেকে তিনি আর কোনো নৌকায় সাদা পাথর পাঠাননি।