ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ শেষ করার ঘোষণা আসলে কেবল ‘ধাপ্পাবাজি’— এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতোমধ্যেই এই বিষয়ে সতর্ক করেছেন।
পুতিন ও ট্রাম্পের আলাস্কার আসন্ন বৈঠকের আগে জেলেনস্কি এই সতর্কবার্তা দেন। বুধবার (১৩ আগস্ট) রাতে বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টজের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, “পুতিন ধাপ্পাবাজি করছেন। আলাস্কার বৈঠকের আগে তিনি পুরো ইউক্রেন ফ্রন্টে চাপ সৃষ্টি করছেন এবং রাশিয়া দেখাতে চাইছে তারা ইউক্রেনের পুরো অঞ্চল দখল করতে সক্ষম।”
জেলেনস্কি আরও বলেন, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী চাপ বৃদ্ধি করছে যাতে কিয়েভকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা যায়। তিনি আশা প্রকাশ করেন, আলাস্কার আলোচনার মূল বিষয় হওয়া উচিত তাৎক্ষণিক যুদ্ধবিরতি। তবে ভূখণ্ড সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেতাদের স্তরে হওয়া উচিত এবং ইউক্রেনকে এ থেকে বাদ দেওয়া সম্ভব নয়।
জেলেনস্কি দাবি করেন, ট্রাম্প বৈঠকের পর বিস্তারিত বিষয় জানাবেন।