Thursday, August 14, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিসিরাজগঞ্জের কাজিপুরে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা

সিরাজগঞ্জের কাজিপুরে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা


জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও অবাধ-নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার মেঘাই পুরাতন বাজারের মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে আলমপুর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে গোলচত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের জেলা আমির মাওলানা শাহীনুর আলম। তিনি বলেন, সব রাজনৈতিক দলই সংস্কারের পক্ষে, মাত্র দু-একটি দল ব্যতিক্রম। জুলাই আন্দোলন শুরু করেছিল ছাত্ররা, পরে অন্যান্য রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিয়ে সাফল্য অর্জন করে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি দাবি জানান, জুলাই সনদ অবিলম্বে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনারও আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেন।

এ সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আব্দুস সালাম, জেলা আদর্শ শিক্ষক পরিষদের কলেজ শাখার সভাপতি অধ্যক্ষ হাসান মনসুর মিলন, এবং কাজিপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. শাহিনুর আলম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments