Thursday, August 14, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিআওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়: জিএম কাদের

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়: জিএম কাদের


আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, “যখন আওয়ামী লীগ জামায়াতে ইসলামকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটিও গ্রহণযোগ্য হবে না।”

বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।

জিএম কাদের অভিযোগ করেন, তার ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় গ্রেপ্তারদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে দশজন নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। আগুন, মামলা ও হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা ঝুঁকি নিয়ে জনগণের পক্ষের কথা বলছি এবং সরকারের অপকর্মের বিরোধিতা করছি।”

সম্প্রতি জাতীয় পার্টির আরেক অংশ লাঙ্গল প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে উল্লেখ করে কাদের বলেন, “আমাদের প্রতীক অন্য কাউকে দিলে আমরা রাজপথে আন্দোলন করবো। যারা প্রকৃত অবদান রাখবে, তারাই জাতীয় পার্টির আসল নেতা।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments