জিম্বাবুয়েতে টানা দুটি সিরিজ শেষ করে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর এবার নতুন চ্যালেঞ্জে নামছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। আগামী সেপ্টেম্বর মাসে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।
বিসিবি সূত্রে জানা গেছে, ইংল্যান্ড সফর শুরু হবে ৫ সেপ্টেম্বর। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। এর আগে ৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড যুব দলের বিপক্ষে একটি প্রস্তুতি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। সফরের উদ্দেশ্যে ৩১ আগস্ট দেশ ছাড়ার আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করবে তারা।
আসন্ন সিরিজ নিয়ে অধিনায়ক তামিম বলেন, ‘আমার মনে হয় এটি হবে বেশ রোমাঞ্চকর একটি সিরিজ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো খেলার জন্য। বাকিটা আল্লাহর হাতে।’