জাতীয় নাগরিক পার্টি ও তার নেতাদের দাবিকে কেন্দ্র করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগদাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে মোটরসাইকেলে তুলে ফাঁদে ফেলার অভিযোগ করেছেন তার স্ত্রী কাজী আনিশা। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আনিশা জানান, ৮ আগস্ট কাশিমপুর কারাগারে অপুর সঙ্গে দেখা করার সময় তিনি জানতে পারেন, অপুকে দুইটি মোটরসাইকেলে তুলে নিয়ে একটি বড় স্বীকারোক্তিমূলক ভিডিও বানানো হয়েছে। অপু জানান, ধাপে ধাপে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এটি যেকোনো সময় ছড়িয়ে দেওয়া হতে পারে। তিনি তার স্ত্রীকে বলেছেন, “সম্ভব হলে সত্য প্রকাশ করার চেষ্টা করো।”
অপুর স্ত্রী আরও বলেন, রিমান্ডের সময় বারবার তাকে দুইজনের নাম বের করতে বলা হয়েছে—উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অপু এখনও ১৬৪ ধারা অনুযায়ী কারও নাম উল্লেখ করেননি।
আনিশা অভিযোগ করেছেন, অপুকে ব্যবহার করে একটি দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো ভিডিও-ছবিগুলো গোপীবাগে সাদেক হোসেন খোকার বাসায় অবস্থানকালে তৈরি করা হয়েছে। ভিডিওটি ধাপে ধাপে সম্পাদনা করা হয়েছে এবং ১৪ দিনের মাথায় ছড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, জুলাই ২০২৫-এর ৩১ তারিখ রাত সাড়ে ১১টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত অপুকে বন্দি করে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। এরপর বিএনপি নেতা ইশরাক নিজেই ডিবিকে জানিয়ে সকাল সাড়ে ৭টায় অপুকে আটক করান।
অপুর স্ত্রী বলেন, তিনি আর রাজনীতিতে অপুর অংশগ্রহণ চান না। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চাচ্ছেন, অপু ফিরে এসে সাধারণ জীবন যাপন করুক, প্রতিহিংসামূলক রাজনীতির সঙ্গে যুক্ত না হোক।
উল্লেখ্য, গুলশানে চাঁদাবাজির মামলায় অপুকে চার দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।