গাজীপুরের শ্রীপুরে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। এর আগের রাতে ছিল তার জন্মদিনের উৎসব। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। নদীর তীরে স্বজন, প্রতিবেশী ও কৌতূহলী মানুষের ভিড় জমেছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের সুতিয়া নদীর ত্রিমোহনী ব্রিজে এ ঘটনা ঘটে। নিখোঁজ লামিয়া আক্তার (১৭) ওই গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে এবং গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপটেন গিয়াস উদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ব্রিজ থেকে কিছু পানিতে পড়ার শব্দ শোনা যায়। প্রথমে মনে হয়েছিল, কেউ হয়তো আবর্জনা ফেলছে। পরে দেখা যায়, একটি মেয়ে পানিতে ভাসছে ও ডুবছে। স্থানীয় দুইজন পানিতে ঝাঁপিয়ে পড়লেও স্রোতের কারণে কাছে পৌঁছাতে দেরি হয় এবং মেয়েটি তলিয়ে যায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, লামিয়ার সঙ্গে এক কলেজছেলের প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার মেনে নেয়নি। পারিবারিক দ্বন্দ্বের জেরে হয়তো সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
লামিয়ার বাবা দেলোয়ার হোসেন বলেন, “গত রাতে মেয়ের জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল বেশ জাঁকজমকভাবে। কী কারণে সে নদীতে ঝাঁপ দিল, তা বুঝতে পারছি না।”
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর এটিএম মাহমুদুল হাসান জানান, সকাল ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর আড়াইটায় অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে।