Thursday, August 14, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষপদ্মার ভাঙনে মুন্সীগঞ্জের ২০০ বছরের পুরনো বাজারের চারটি দোকান নদীতে বিলীন

পদ্মার ভাঙনে মুন্সীগঞ্জের ২০০ বছরের পুরনো বাজারের চারটি দোকান নদীতে বিলীন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। একদিনে ২০০ বছরের পুরনো বাজারটির চারটি দোকান ঘরের ভিটা নদীতে বিলীন হয়েছে। নদী ভাঙনের কারণে বাজারের শত শত ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে উজানের ঢল ও তীব্র স্রোতের কারণে হঠাৎ নদী ভাঙা শুরু হয়। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং হুমকির মুখে থাকা দোকানগুলোর মালিকরা মালামাল সরিয়ে নিচ্ছেন।

স্থানীয়রা জানান, নদীর তীরে পূর্বে রাখা জিওব্যাগ সরে যাওয়ায় মুহূর্তের মধ্যে ভাঙন শুরু হয়। মাত্র আধা ঘণ্টার মধ্যে নদীতে বিলীন হয়ে যায় একটি পাটের গোডাউন ও একটি দোকান। বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান এখন ঝুঁকির মুখে রয়েছে।

মুন্সীগঞ্জের দিঘীরপাড় বাজারে প্রায় দুই হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কয়েকদিন ধরে পদ্মায় তীব্র স্রোত বইছে। পরিস্থিতি খারাপ হওয়ায় ব্যবসায়ীরা মালামাল ও টিন-কাঠের অবকাঠামো সরিয়ে নিচ্ছেন।

দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন, নদীতে চারটি দোকান ঘর ইতোমধ্যেই বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে ব্যবসায়ীরা আরও কিছু দোকান সরিয়ে নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম অপ্রতুল বলে তিনি উল্লেখ করেন।

টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভাঙনের খবর পাওয়ার পরই পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের টঙ্গীবাড়ী শাখার উপসহকারী প্রকৌশলী আশিক সারোয়ার জানান, পূর্বেও এখানে জিওব্যাগ ফেলা হয়েছিল; এবার আপদকালীনভাবে নতুন পদক্ষেপ নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments