ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত সাতজন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কানাইপুর ইউনিয়নের বাজার এলাকার সেতুর পূর্বপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের সহিরউদ্দিনের ছেলে আতিয়ার শেখ (৫৫), নওগাঁর বাদলগাছি উপজেলার বইকুন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সাধনা আক্তার (২৩) এবং বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রনজিত চন্দ্র দাস (৪৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও দর্শনাগামী দর্শনা ডিলাক্স বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে। সংঘর্ষের পর দুটি বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই বহু যাত্রী আহত হন। খবর পেয়ে করিমপুর হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ চৌধুরী জানান, নিহতরা সবাই রয়েল এক্সপ্রেসের যাত্রী ছিলেন। রয়েল এক্সপ্রেসের চালক আলমগীর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে দর্শনা ডিলাক্স বাসের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ওসি আরও জানান, সড়ক দুর্ঘটনা আইনে মামলা করার প্রস্তুতি চলছে, তবে প্রাথমিকভাবে বাস দুটির কাগজপত্রে কোনো অনিয়ম পাওয়া যায়নি।