বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনের সময় যেন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে। তিনি বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুব সমাবেশে এই মন্তব্য করেন।
দুদু বলেন, জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় মেনে নিয়েছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, গত তিনটি নির্বাচনে শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করেছে। শুধু গণতন্ত্রই নয়, বিএনপির ভাইস চেয়ারম্যান আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে গণহত্যা ও দুর্নীতি বেড়েছে, শিশু ও যুবসমাজের ওপর প্রভাব পড়েছে। তিনি উল্লেখ করেন, গণহত্যার বিচার এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
দুদু বলেন, “গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে এটি স্বৈচারিক শাসনের পুনরাবির্তির প্রচেষ্টা হিসেবে গণ্য হবে। সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।”
অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব জানিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে এবং উন্নয়নের নামে কেবল নিজেদের স্বার্থ হাসিল করেছে। বুধবার (১৩ আগস্ট) তেজগাঁওয়ে বিএনপির সমাবেশে নীরব বলেন, গত ১৭ বছর ধরে দলের আন্দোলন দেশের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। তবে এখনও দেশের জনগণ পুরোপুরি গণতন্ত্রের সুফল পাননি।