চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি বাবার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাবার চলে যাওয়ার শোকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই স্মৃতিচারণ করেন। তবে বাবার মৃত্যুর পরে কিছু মানুষ ভুলভাবে শাকিব খানের সঙ্গে তার সম্পর্ককে নিয়ে গুজব ছড়াচ্ছে।
মিষ্টি জান্নাত বুধবার রাতে একটি দীর্ঘ স্ট্যাটাসে জানিয়েছে, “আমার বাবা আজ ১৪ দিন হলো পৃথিবীতে নেই। আমি আমার বাবা-মায়ের রাজকন্যা। আমার পৃথিবী বলতে তারা দু’জনই। আমার কোনো আপন ভাইবোন নেই। এই শোক কাটিয়ে উঠতে পারছি না। এর মধ্যেই শাকিব খানকে নিয়ে নানা ধরনের নিউজ ছড়াচ্ছে—বলছে আমি নাকি শাকিবের জন্য কষ্ট পাচ্ছি বা সুইসাইড করতে যাচ্ছি। কিন্তু এই ধরনের কোনো সত্য নেই। আমার বাবার মৃত্যুতে শাকিব খানসহ অনেক তারকা, পরিচালক, প্রযোজক ও সাংবাদিক সমবেদনা জানিয়েছেন।”
তিনি আরও লিখেছেন, “আমাকে নিয়ে ফালতু মন্তব্য, স্ট্যাটাস, নিউজ বা ব্লগ করা বন্ধ করুন। মিডিয়ার সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। কিছু মানুষ আমার প্রতি ঈর্ষা থেকে বা দূর থেকে অন্যায় প্রচেষ্টা চালাচ্ছে। আমি এতে আর কোনো মন্তব্য করতে চাই না। আপাতত মানসিকভাবে কোনো যোগাযোগের অবস্থায় নেই।”
শেষে মিষ্টি জান্নাত সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন, বাবা-মা থাকলে জীবন অনেক সহজ, আর তাঁদের অভাব বোধ করার পরই জীবনের কঠিনতা বোঝা যায়। তিনি সবাইকে শান্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।