সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে অবৈধভাবে সাদা পাথর বোঝাই করা ১২০টি ট্রাক জব্দ করা হয়েছে। যৌথবাহিনী বুধবার রাতভর তল্লাশিচৌকি বসিয়ে অভিযান পরিচালনা করে এই ট্রাকগুলো জব্দ করেছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুন্নাহার জানান, জব্দকৃত পাথরগুলো পুনরায় সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে, যাতে নদীর প্রাকৃতিক অবস্থা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায়।
জানা গেছে, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে পৃথকভাবে দুটি তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে। এ জায়গাগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো পাথর অবৈধভাবে তোলা বা পাচার করা না যায়। স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সিলেট জেলার বিভিন্ন পাথরকোয়ারি এবং কোয়ারিবহির্ভূত এলাকায় ব্যাপক পাথর লুটপাট শুরু হয়।
বিশেষভাবে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা, ভোলাগঞ্জ পাথরকোয়ারি ও সংরক্ষিত বাঙ্কার এলাকা এবং গোয়াইনঘাটের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ), জাফলং ও পর্যটনকেন্দ্র বিছনাকান্দি থেকে গণহারে পাথর লুট হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চলছিল, যা ধলাই নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করেছে।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করেছেন, পাথর লুট ও পাচারে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে এবং নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সকল ব্যবস্থা নেওয়া হবে।