রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের পর আর কখনো দেখা বা কথা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে কেবিনেট মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি এখনো তদন্তাধীন। আমার নাম আসায় আমি বিস্মিত হয়েছি। জানে আলম অপুকে চিনি ২০২২ সালে, যখন আমরা দুজনেই ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।”
তিনি আরও জানান, “আজ কেবিনেট থেকে বের হয়ে জানতে পারলাম, অপুর স্ত্রী পরিচয়ে কেউ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন যে অপুকে গুম করে জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে। যদি এমন হয়ে থাকে, তবে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।”