সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর সাত দিনের মধ্যে পূর্বের স্থানে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের তালিকা আদালতে দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এছাড়া, ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে করা অপর এক রিট আবেদনের শুনানির জন্য আগামী রোববার (১৭ আগস্ট) দিন ধার্য করেছেন অন্য একটি হাইকোর্ট বেঞ্চ। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এ দিন ধার্য করেন। এই রিটে পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী।
উক্ত রিটে দাবি করা হয়েছে— পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে এবং এলাকাটিতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হোক।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় প্রশাসনের চোখের সামনেই এসব পাথর তোলা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।