Thursday, August 14, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষমানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ ৮ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ ৮ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার


মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস মো. আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম (৬৩), শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মো. আলী চৌধুরী ওরফে টুলু (৫০), পৌরসভার মত্ত (রাইন্থা পাড়া) এলাকার মো. নুরুল ইসলাম ওরফে নুরু (৬২), সদর উপজেলার পশ্চিম আটিগ্রাম এলাকার মোশারফ হোসেন (৩৮), পৌরসভার চর হিজুলি গ্রামের মোহাম্মদ রাজু (৩৫), চর গড়পাড়া গ্রামের ইমরান মাহমুদ ইরান (২১), কৃষ্ণপুর ইউনিয়নের নিজাম ব্যাপারী (৬৫) এবং গড়পাড়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মো. আজিম মিয়া (৪৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ১৫ আগস্টের প্রাক্কালে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের অপতৎপরতা রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments