Thursday, August 14, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদ৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে যশোরে সাবেক বিএনপি নেতা জনি গ্রেফতার

৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে যশোরে সাবেক বিএনপি নেতা জনি গ্রেফতার


যশোরের অভয়নগর উপজেলার আলোচিত সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগী, চলিশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তুহিনকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে খুলনার রোজ গার্ডেনে অভিযান চালিয়ে জনিকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ— এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে চার কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে।

পুলিশ জানায়, জনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গত বছরের জুলাই মাসে নওয়াপাড়ার ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন, তার স্বামীকে অপহরণ করে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছিল। চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তাকে বালুর মধ্যে বুক পর্যন্ত পুঁতে রেখে কয়েক ধাপে ৪ কোটি টাকা আদায় করা হয়।

এই ঘটনায় আসাদুজ্জামান জনিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং চলতি বছরের ৩ আগস্ট জনিসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা হয়।

অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, গ্রেফতারের পর জনিকে নিয়ে নওয়াপাড়ায় তার ইকোপার্কসহ বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলীয় বিশৃঙ্খলা ও চাঁদাবাজির অভিযোগে ইতোমধ্যে তাকে পদ থেকে স্থগিত করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments