Saturday, August 16, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদচট্টগ্রামে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, পানির অভাবে বিপাকে ফায়ার সার্ভিস

চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, পানির অভাবে বিপাকে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করলেও আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় তারা বিপাকে পড়ে। পরে নিজেদের সংরক্ষিত পানির ওপর নির্ভর করেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে চারটি স্টেশন থেকে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তখনও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আহাদ কনভেনশন হলের পাশে এক্সেস রোডের মুখে প্রথমে একটি জুটের গুদামে আগুন লাগে। সেখান থেকে আগুন দ্রুত পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট গুদাম ও কারখানা ব্যক্তিমালিকানাধীন, এবং এর আগেও ওই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, পর্যাপ্ত পানির অভাব ও কারখানার ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে রাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে নির্বাপণের কাজ চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments