Saturday, August 16, 2025
spot_imgspot_img
Homeজাতীয়জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে ১৪ তথ্য, আবেদন বাধ্যতামূলক

জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে ১৪ তথ্য, আবেদন বাধ্যতামূলক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণের জন্য বিদেশিদের একটি নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে হবে। সেখানে মোট ১৪ ধরনের তথ্য জমা দিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির কর্মকর্তারা জানান, সম্প্রতি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এরইমধ্যে অনেকে আবেদন করার আগ্রহ প্রকাশ করেছেন। নীতিমালা অনুযায়ী আবেদনপত্রে বিদেশি নাগরিককে নাম, জন্মতারিখ, সংস্থা বা দেশের নাম, পেশা, দেশে ও বিদেশে পর্যবেক্ষণের অভিজ্ঞতা থাকলে তার বিবরণ, পাসপোর্ট নম্বর ও মেয়াদ, জাতীয়তা, বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর, আবেদন তারিখ ও স্বাক্ষর দিতে হবে।

এছাড়া আবেদনপত্রের সঙ্গে সাম্প্রতিক তোলা ছবি, বৈধ পাসপোর্টের কপি এবং সিভি জমা দিতে হবে। ইতোমধ্যে আনফ্রেল ও ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনী পর্যবেক্ষণের আগ্রহ দেখিয়েছে।

নতুন নীতিমালায় বিদেশিদের অনুমোদন দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা ইসির হাতে রাখা হয়েছে। আগে এ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হতো। এখন ইসির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় ভিসার ব্যবস্থা করবে।

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর এর তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments