Saturday, August 16, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরশেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে অংশ নেওয়ায় নোয়াখালীতে ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে অংশ নেওয়ায় নোয়াখালীতে ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার কারণে ইমাম-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মসজিদের ইমাম নিজাম উদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম এবং ইউনিয়ন যুবলীগ কর্মী মো. করিম। জানা গেছে, বিকেলে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী, যাদের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে ‘স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইমাম ও মুয়াজ্জিন সেখানে দোয়া পরিচালনা করেন। পরে রাতে মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

এদিকে এ ঘটনার পরপরই রাতেই যুবদল ও জামায়াতের নেতা-কর্মীরা চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments