Saturday, August 16, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরমুজিবনগর সীমান্তে ঘাসের বস্তায় লুকানো ৫১ হাজার ডলারসহ যুবক আটক

মুজিবনগর সীমান্তে ঘাসের বস্তায় লুকানো ৫১ হাজার ডলারসহ যুবক আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দরবাস সীমান্তে অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলার ও একটি সাইকেলসহ মাসেদুল হক (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গি ও জার্সি। তবে তার সঙ্গে থাকা ঘাসভর্তি বস্তায় তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৫ বান্ডেল ইউএস ডলার।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। আটক মাসেদুল মুজিবনগরের খামারপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে ডলার পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ফাতিমাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন অবস্থায় লুঙ্গি পরিহিত এক ব্যক্তিকে দেখে থামতে বলা হলে সে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

এরপর তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করলে বেরিয়ে আসে ৫ বান্ডেলে রাখা মোট ৫১ হাজার ইউএস ডলার।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, মাসেদুলের কাছ থেকে উদ্ধার হওয়া ডলারের আনুমানিক মূল্য প্রায় ৬২ লাখ টাকা। এছাড়া একটি বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসেদুল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে ডলার চোরাচালানে জড়িত। উদ্ধারকৃত টাকা মেহেরপুর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments